লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ শহরে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। স্থানীয় একটি সরকারি ভবনে হামলার ঘটনায় শহরের মেয়রসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। খবর আল জাজিরার।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শহরের পৌরসভা ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে মেয়র আহমাদ কাহি ছাড়াও আরও চারজন নিহত হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে আট দফার বেশি বিমান হামলা চালানো হয়েছে। শহরের বিভিন্ন স্থানে এসব হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। এছাড়া বেশ কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ করছেন উদ্ধারকারী টিমের সদস্যরা। তারা ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন।
এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, পৌরসভার কাউন্সিলের বৈঠকে ইচ্ছাকৃতই হামলা চালিয়েছে ইসরায়েল। শহরের সেবা এবং ত্রাণ পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হচ্ছিল।
অপরদিকে ভয়াবহ ওই হামলার পর ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা নাবাতিয়েহ শহরে হিজবুল্লাহর বেশ কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
এর আগে লেবাননের কানা গ্রামের একটি বাড়ি ও হেল্থকেয়ার সেন্টারে হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। ১৯৯৬ ও ২০০৬ সালেও ওই গ্রামে নির্বিচারে হামলা চালিয়েছিল দখলদার বাহিনী।
বাংলা৭১নিউজ/এসএইচ