লেবাননের একটি গুরুত্বপূর্ণ পাহাড় থেকে পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলের সেনারা। তায়ার নামক অঞ্চলের আল-বায়াদায় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে আজ রোববার বেশ কয়েকটি ট্যাংক বিধ্বংসী মিসাইল ছোড়ে হিজবুল্লাহর যোদ্ধারা। এরপর সেখান থেকে ইসরায়েলি বাহিনী সরে যায়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা সাংবাদিক আলী হাশেম তায়ার থেকে জানিয়েছেন, সেখানে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে।
তিনি বলেছেন, “তায়ারের আল-বায়াদা পাহাড়ে ইসরায়েলি ট্যাংকের অবস্থান লক্ষ্য করে একাধিক ট্যাংক বিধ্বংসী মিসাইল ছোড়ে হিজবুল্লাহ। এটি একটি গুরুত্বপূর্ণ পাহাড়। ইসরায়েলি সেনারা পাহাড়টির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে যেন তায়ার এবং নাকুরার উপকূলবর্তী অঞ্চলটি তারা বন্ধ করে দিতে। যেখানে লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদরদপ্তর অবস্থিত।”
এই সাংবাদিক আরও জানিয়েছেন গত কয়েকদিন ধরেই গুরত্বপূর্ণ ওই পাহাড়টিতে লড়াই হচ্ছিল। কিন্তু আজকে ট্যাংক বিধ্বংসী মিসাইল ছোড়ার পর ইসরায়েলিরা আর টিকতে না পেরে সেখান থেকে চলে যায়।
স্থল অভিযানে ইসরায়েলি বাহিনী ব্যর্থ হলেও তারা বিমান হামলা অব্যাহত রেখেছে। তায়ার লক্ষ্য করে ইসরায়েল আজও বিশাল হামলা চালিয়েছে। এছাড়া রাজধানী বৈরুতেও হামলা অব্যাহত রেখেছে।
সূত্র: আলজাজিরা
বাংলা৭১নিউজ/এসএইচ