বাংলা৭১নিউজ, ঢাকা: ‘লেখকবাড়ি ছোটগল্প পুরস্কার’ পেলেন কবি ও কথাশিল্পী সালাহ উদ্দিন মাহমুদ। পুরস্কার হিসেবে তাকে মূল্যবান বই ও সনদপত্র দেওয়া হয়।
ঈদুল ফিতর উপলক্ষে গল্প প্রতিযোগিতার আহ্বান করে লেখকবাড়ি ডটকম। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ‘নিশিসুন্দরী’ গল্পের জন্য তিনি এ পুরস্কার লাভ করেন।
পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে সালাহ উদ্দিন মাহমুদ বলেন, ‘লেখালেখির যেকোন আয়োজনে অংশ নিতে ভালো লাগে। তবে পুরস্কার পেলে ভালো লাগার মাত্রাটা আরও বেড়ে যায়।’
এরআগে তিনি ছোটগল্পের জন্য ‘সুনীল সাহিত্য পুরস্কার’ এবং মুক্তগদ্যের জন্য ‘এসইএল লেখক সম্মাননা’ লাভ করেন। ২০১৭ সালের বইমেলায় ‘সার্কাসসুন্দরী’ নামের গল্পগ্রন্থ প্রকাশের পর পাঠকমহলে ব্যাপক প্রশংসিত হন।
লেখকবাড়ির এ আয়োজনে সহযোগিতা করে প্রকাশনা সংস্থা অংকুর প্রকাশনী ও সবুজ পাতা।
বাংলা৭১নিউজ/সিএইস