বাংলা৭১নিউজ, ডেস্ক: টানা তৃতীয় জয় তুলে নিল লিভারপুল। মঙ্গলবার রাতে লিগ কাপের মঞ্চে ডার্বি কাউন্টিকে ৩-০ গোলে হারিয়েছে ক্লপের ছাত্ররা। লিভারপুলের হয়ে একটি করে গোল করেছেন ক্লাভান, ফিলিপে কোউতিনহো ও ওরিগি।
লড়াইয়ের ১৪ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন ক্লাভান। কোউতিনহোর সহযোগিতায় প্রতিপক্ষের জালে বল জড়ান এই তারকা। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল।
বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে ডার্বি কাউন্টি। কিন্তু পাল্টা আক্রমণে দ্বিতীয় গোল হজম করতে হয় তাদের। ম্যাচের ৫০ মিনিটে দলকে দ্বিতীয় গোলটি উপহার দেন ফিরমিনো। ৫৪ মিনিটে ওরিগির গোলে স্কোর লাইন ৩-০ করে লিভারপুল।
শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুর। এই জয়ে পাঁচ ম্যাচ থেকে দশ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে অবস্থান করছে লিভারপুল। তাদের সমান ম্যাচ খেলে পাঁচ নম্বরে চেলসি। গোল ব্যবধানে এগিয়ে ব্লুজরা।
বাংলা৭১নিউজ/সিএইস