বুধবার, ০১ মে ২০২৪, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যশোরে মরুর উত্তাপ, দেশের সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড ‘প্রবাসীদের সমস্যা আমার জানা, সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে’ দুদকের প্রথম নারী মহাপরিচালক শিরীন পারভীন ইসলামী ব্যাংকের কুমিল্লা জোনের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত ২০ মে থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে ৩৯ হাজার বই দিলো বিকাশ ফিলিস্তিনিদের ধাওয়া খেয়ে পালালেন জার্মান রাষ্ট্রদূত বৃক্ষরোপণে ন্যাশনাল গাইডলাইন্স প্রণয়নের নির্দেশ পরিবেশমন্ত্রীর বৃষ্টিতে সিলেটে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ গুচ্ছের ২৪ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫০৭৬০ সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই হোক মে দিবসের অঙ্গীকার দাবদাহে দ্বিগুণ সেচ খরচে দিশেহারা চাষিরা রেলওয়ের উন্নয়নে সহযোগিতা করতে চায় রাশিয়া ১৫ শতাংশ শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে ৩৬ বছরে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড মুন্সিগঞ্জে হিট স্ট্রোকে দুজনের মৃত্যু বন্যা আতঙ্কে দ্রুত ধান কাটছেন হাওরের কৃষকরা ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে ঢাকায় সড়ক নির্মাণ ভরিতে আরও ৪২০ টাকা কমলো সোনার দাম পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

লিবিয়ায় সংঘাত অব্যাহত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৬১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: ক্ষমতাসীনদের কাছ থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ নিতে খুব কাছে চলে এসেছে লিবিয়ার পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণকারী গোষ্ঠী লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ)।

তবে ত্রিপোলিভিত্তিক জাতীয় সরকারের মুখপাত্র ফাথি বাশাখা লিবিয়ার টেলিভিশন চ্যানেল আল-আহরারকে বলেছেন, তাদের সেনারা হাফতারের সৈন্যদের কাছ থেকে পুনরায় ওই বিমানবন্দরের দখল নিয়েছে।

তিনি বলেন, ত্রিপোলির কাশরবিনঘাসির নামক এলাকায় এখনও সংঘাত চলছে। তবে হাফতারের সেনাদের পক্ষ থেকে হুমকি শেষ না হওয়া পর্যন্ত এ যুদ্ধ চলতেই থাকবে।

এর আগে বুধবার এলাকাটির নিয়ন্ত্রণ নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে সে দেশের পূর্বাঞ্চল নিয়ন্ত্রণকারী সেনা কমান্ডার খালিফা হাফতার।

তাদের প্রতিহত করতে জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ। আর পূর্বাঞ্চলকে উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত প্রধানমন্ত্রী ফায়েজ সিরাজী।

তবে সংঘাতের মাধ্যমে লিবিয়া সংকট সমাধান সম্ভব নয় বলে সতর্ক করেছে বিশ্ব সম্প্রদায়।

ওই দিন লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে সামরিক সমাবেশ ঘটায় ওই অঞ্চলের নিয়ন্ত্রণকারী জেনারেল খালিফা হাফতারের অনুগত সেনারা।

পর দিন বৃহস্পতিবার তাদের রাজধানী ত্রিপোলির উদ্দেশে যাত্রা করার নির্দেশ দেন তিনি। বলেন, যারা সংঘাত চাইবে, তাদের বিরুদ্ধে লড়াই করবে তার বাহিনী।

এক অডিওবার্তায় অন্যায়কারীদের উৎখাতে একে বিজয় যাত্রা বলেও অভিহিত করেন তিনি। নির্দেশনার পরই বিভিন্ন দিকে থেকে ত্রিপোলির উদ্দেশে রওনা দেয় হাফতার বাহিনী।

এদিকে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলি ও এর পার্শ্ববর্তী শহরগুলোতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সাবধানতা অবলম্বন এবং সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দেয়া হচ্ছে।

শুক্রবার দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রবাসী বাংলাদেশিদের রাস্তাঘাটে চলাফেরা সীমিত করতে নির্দেশ দেয়া হয়েছে।

এ ছাড়া লিবিয়ায় অবস্থানকারী প্রবাসীদের যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +২১৮৯১৬৯৯৪২০৭ ও +২১৮৯১০০১৩৯৬৮-তে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এসকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com