বাংলা৭১নিউজ,চট্টগ্রাম :চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে লিবিয়ায় পাচারের ‘চেষ্টার সময়’ ৩৯ জনকে আটক করার কথা জানিয়েছে র্যাব।
বুধবার বিকালে বিমানবন্দর থেকে তাদের ধরা হলেও বিষয়টি গণমাধ্যমকে জানানো হয় আজ দুপুরে।
র্যাব ৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি চন্দন দেবনাথ বলেন, এয়ার এরাবিয়ার একটি বিমানে দুবাই হয়ে তাদের লিবিয়া যাওয়ার কথা ছিল। তাদের কাছে ভুয়া ভিসা ছিল।
“তারা মানব পাচারের শিকার। পাচারকারী চক্রটির সন্ধানও আমরা পেয়েছি। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
বিকাল ৩টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে এই র্যাব কর্মকর্তা জানান।
বাংলা৭১নিউজ/সিএইস