লিবিয়ায় নিখোঁজ সাংবাদিক জাহিদুর রহমানের সন্ধান মিলেছে। তিনি দেশটির পুলিশ হেফাজতে রয়েছেন।
সোমবার (২৮ মার্চ) রাতে সাংবাদিক জাহিদুর রহমানের স্ত্রী তাসলিমা রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্বামীর কর্মস্থল বে-সরকারি টেলিভিশন এনটিভি থেকে বিষয়টি জানানো হয়। তবে কেন জাহিদ পুলিশ হেফাজতে রয়েছে তার বিস্তারিত কিছু জানা যায়নি।
পুলিশ হেফাজতে থাকলেও স্বামীর সন্ধান পেয়ে খুশি তাসলিমা। আল্লাহ প্রতি শুকরিয়া জানিয়ে তিনি বলেন, সরকারের আন্তরিকতায় এটি সম্ভব হয়েছে। দেশের মানুষ ও গণমাধ্যমকেও ধন্যবাদ জানাচ্ছি।
লিবিয়ায় গিয়ে গত ২৩ মার্চ থেকে নিখোঁজ ছিলেন এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান। তার সঙ্গে থাকা লিবিয়ায় বাংলাদেশি প্রকৌশলী সাইফুল ইসলাম ও তার গাড়িচালক মোহাম্মদ খালেদও নিখোঁজ হন। তবে জাহিদুরের সন্ধান মিললেও বাকি দুজনের খবর পাওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/এসএইচ