বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

লিবিয়ায় নিখোঁজ সাংবাদিক জাহিদের অপেক্ষায় পরিবার

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২০ বার পড়া হয়েছে

লিবিয়ায় নিখোঁজ সাংবাদিক জাহিদুর রহমানের পরিবারে ভর করেছে অজানা আতঙ্ক। পরিবারের অভিযোগ, কেউ তাকে অপহরণ করেছে।

২৩ মার্চ থেকে নিখোঁজ হন সাংবাদিক জাহিদুর রহমান। মুঠোফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে পাওয়া যাচ্ছে না।

জাহিদুর রহমান বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি সাভারের সিনিয়র সাংবাদিক ও মিডিয়া ক্লাবের সভাপতি।

jagonews24

সোমবার সকালে সাভারের শিমুলতলা এলাকায় তার নিজ বাড়িতে গেলে দেখা যায়, স্ত্রী তাসলিমা রহমান স্বামীর কোনো খবর না পেয়ে ভেঙে পড়েছেন। নাওয়া খাওয়া ছেড়ে স্বামীর প্রতিক্ষায় আছেন। বারবার তার কণ্ঠে ছিল সন্তানদের মাঝে তাদের বাবাকে ফিরিয়ে দেওয়ার আকুতি।

তিনি বলেন, তার (জাহিদুর রহমান) সঙ্গে শেষ কথা হয় ২৩ তারিখ। কিছু আনতে হবে কিনা তা জানতে চেয়েছিলেন। বলেছিলেন লিবিয়া থেকে তুর্কি হয়ে দেশে ফেরার কথা।

নিখোঁজের পেছনে কী কারণ থাকতে পারে এ প্রশ্নে তাসলিমা রহমান বলেন, মনে হচ্ছে কেউ তাদের অপহরণ করেছে।

ছেলে ফারহান রহমান বলেন, বাবার সঙ্গে শেষ কথা হয় ২২ মার্চ। তখন হোটেলে খেতে খেতে ভিডিও কল দিয়েছিলেন। তিনি বলেছিলেন লিবিয়ার অবস্থা ভালো না। কেউই বাইরে নিরাপদ না। আমরা সাবধানে রয়েছি। এরপর আর কথা হয়নি।

পারিবারিক সূত্র জানিয়েছে, গত ৩ মার্চ সাংবাদিক জাহিদ টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পারিবারিক ভিসা নিয়ে লন্ডনে যান। সেখান থেকে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ঘুরে ২১ মার্চ তিনি লিবিয়ায় পৌঁছান।

পরদিন ২২ মার্চ তিনি নিজের ফেসবুকে ত্রিপোলি থেকে একটি স্ট্যাটাস দিয়ে জানান, গৃহযুদ্ধ কবলিত দেশটিতে প্রবেশ ছিল রীতিমতো চ্যালেঞ্জের।

লন্ডনে যাওয়ার আগেই বিশেষ ব্যবস্থাপনায় ঢাকা থেকে ভিসা সংগ্রহ করেন তিনি। লন্ডন থেকে তার একাধিক রিপোর্ট এনটিভিতে প্রচার হয়।

লিবিয়ায় শুধু জাহিদুর রহমানই নয়, তার সঙ্গে নিখোঁজ রয়েছেন প্রকৌশলী সাইফুল ইসলাম ও তার গাড়িচালক মোহাম্মদ খালেদ।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com