আবারও হাসলো লিটন দাসের ব্যাট। ডানহাতি ব্যাটার ৪৮ বলে খেলেছেন ৭০ রানের বিধ্বংসী ইনিংস। লিটনের ঝলমলে ব্যাটিংয়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৬ উইকেটে ১৯৬ রানের পুঁজি গড়েছে ঢাকা ক্যাপিটালস। অর্থাৎ জিততে হলে সিলেটকে করতে হবে ১৯৭ রান।
আজ সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেয় ঢাকা। ভালো শুরু করেছিলেন ওপেনার তানজিদ তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি। ১৬ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন।
নামিবিয়ার ব্যাটার জেপি কোৎজে ৮ বলে ৯ ও মোসাদ্দেক হোসেন সৈকত ৭ বলে ৪ রানে আউট হন।
চতুর্থ উইকেটে সাব্বির রহমানকে নিয়ে ৩৮ বলে ৪২ রানের জুটি করেন লিটন। ২১ বলে সাব্বিরের ২৪ রানের ইনিংস থামে টিপু সুলতানের বলে বোল্ড হয়ে।
পঞ্চম উইকেটে সিলেটের বোলারদের উপর তাণ্ডবলীলা চালায় লিটন ও থিসারা পেরেরা। ২৮ বলে করেন ৮১ রানের জুটি। ১৯তম ওভারে রুয়েল মিয়ার বলে লং অনে লিটন ক্যাচ হলে জুটি ভাঙে। ৩৮ বলে ৭০ রানের ইনিংস খেলার পথে ৪টি চার ও ৪টি ছক্কা হাঁকান তিনি।
শেষ ওভারের দ্বিতীয় বলে আউট হন পেরেরাও। ১৭ বলে ৩৭ রান (৩ চার ৩ ছক্কা) করেন ঢাকার অধিনায়ক। অবশেষে ৬ উইকেটে ১৯৬ রানে থামে ঢাকা।
বাংলা৭১নিউজ/এসএইচ