বাংলা৭১নিউজ, এম নাজিম উদ্দিন, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে অজ্ঞত পরিচয়ের একটি লাশ নিয়ে বিপাকে পরেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার কালাইয়া ইউপির তুলাতলা বাজারে এ ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্র জানাগেছে, উপজেলার কালাইয়া ইউপির তুলাতলা বাজারের একটি মুদি মনোহরি দোকানের সামনে সকাল ৬টায় একজন মহিলা (৫০) মৃত দেহ পরে থাকতে দেখে স্থানীয়রা থানাকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেন। এর মধ্যবর্তী সময়ে ওয়ারিশ এবং নিকট আত্মীয়দের খুজতে থাকে পুলিশ। মামলার ভারপ্রাপ্ত অফিসার এসআই কামরুল হাসানের অব্যাহত চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে পটুয়াখালী আঞ্জুমান মফিদুল ইসলাম এর কাছে হস্তান্তর করা হলে লাশটি বেওয়ারিশ হিসাবে তাদের গোরস্থানে দাফন করা হয়। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও বাজারের মুদি ব্যবসায়ী ফজলুল হক জানান, ৫০ বছর বয়সী ভারসম্যহীন মহিলা মৃত্যুর কয়েকদিন আগে অত্র এলাকায় আসে। কেউ খেতে দিলে খাবার খেত নতুবা বাজারের ভিতরে ঘোরাফেরা করতো। বাউফল থানার অফিসার ইনচার্জ( ওসি)খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় কালাইয়া ইউপির চৌকিদার আবুল কাশেম বাদি হয়ে বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করেন। যাহার অপমৃত্যু মামলা নং ১৭/২০১৮।
বাংলা৭১নিউজ/জেএস