রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত সরকারের প্রতি জি এম কাদেরের ত্রাণ সহায়তার আহ্বান ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১২২৫ বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠন হচ্ছে : আসিফ ভারত থেকে এলো ২ লাখ ৩১ হাজার ডিম, পিস ৭.৫ টাকা কোনো নিরাপত্তাঝুঁকি নেই, নির্বিঘ্নে পূজা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সুদ মওকুফ করে ঋণ রিশিডিউল করার দাবি চামড়া ব্যবসায়ীদের ১০০০ আইটি ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দিতে চায় জাইকা বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের ইউএসটিডি দুই জাহাজে অগ্নিকাণ্ড: নৌ-মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন অভ্যুত্থানে ১০৫ শিশু নিহত, প্রত্যেক পরিবার পাচ্ছে ৫০ হাজার টাকা ক্রিকেটার ছদ্মবেশে শ্রমিক নেওয়ার অভিযোগে ২১ বাংলাদেশি আটক ইসরায়েলি হামলা হলে জবাব দিতে পরিকল্পনা প্রস্তুত ইরানের সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল গ্রেপ্তার অনুমাননির্ভর কোনো কথা বলতে চাই না: সাখাওয়াত হোসেন সমাজকল্যাণ উপদেষ্টার প্রশ্ন সংস্কার ছাড়া নির্বাচন নিতে পারবেন শেখ হাসিনার সাবেক মুখ্য সচিবের ৭ দিনের রিমান্ড হেলেনা জাহাঙ্গীর-রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা

লাল সুন্দরীতে মুগ্ধ সবাই!

কুমিল্লা প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫ বার পড়া হয়েছে

শরীরজুড়ে রঙিন পোষাক। হিমেল হাওয়ায় দুলছে। যেন সুন্দরী নৃত্য করছে। তার রূপে মুগ্ধ সবাই। স্থানীয়রা বলেন লাল সুন্দরী। 

অস্ট্রেলিয়ান জাতের বল সুন্দরী কুল। কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের মাঠে কৃষক মো. ইউনুস ভুঁইয়া ৬৫ বিঘা জমিতে এই কুলের চাষ করেছেন। প্রতিদিন মাঠ থেকে ২০-২৫ মণের বেশি কুল বিক্রি করেন। মৌসুমে বিক্রি করেন ২০০০ মণ। খুচরা ১০০ টাকা কেজি ও পাইকারি ৮০ টাকা দরে এই কুল বিক্রি করা হয়। 

মো. ইউনুস ভুঁইয়া জানান, তিনি ১৪ বছর সৌদি আরবে ছিলেন। সেখানে কৃষি খামারের তত্ত্বাবধান করেছেন। কয়েক বছর আগে দেশে আসেন। নিজের এবং অন্যের জমি লিজ নিয়ে ৬০ বিঘা জমিতে মাছের খামার করেন। এলাকাটা উঁচু হওয়ায় পানি কমে যায়। তেমন লাভও পাচ্ছিলেন না। চিন্তা করলেন খামারের পাড়ে ও ভেতরের জমিতে লেবুর চারা লাগাবেন।

টাঙ্গাইল থেকে সাত হাজার লেবুর চারা এনে লাগিয়েছেন। সাথে আর কি করা যায় সেই ভাবনায় ইউটিউবে দেখলেন বল সুন্দরী কুলের চাষ। চারা আনলেন নাটোর থেকে। প্রথমে তার কুল চাষ দেখে অনেকে বলেছেন টাকা গুলো পুকুরে ঢালছে। তার মাথা খারাপ হয়ে গেছে। আট মাসে কুলের ফল আসা শুরু করে। 

২০২১ সালে অল্প কয়েকদিনে তিনি লক্ষাধিক টাকার কুল বিক্রি করেছেন। এখন ৬৫ বিঘা জমিতে কুল চাষ করছেন। ২য় বছর ৫০ লাখ। এবারও কাছাকাছি বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। তার ৬০ লাখ টাকার মতো পূঁজি লেগেছে। কুলের সাথে রয়েছে লেবু, মাল্টার বাগান। চাষ করেছেন ফুল কপি, বাঁধাকপি, বেগুন, টেমেটোসহ অন্যান্য সবজি। 

কুল বাগানে গিয়ে দেখা যায়, ধানের মাঠের মাঝে একটি বড় পুকুর। পুকুরের শুকনো জমি জুড়ে কুল, লেবু ও মাল্টা বাগান। উত্তরের হিমেল হাওয়ায় দুলছে লাল সোনালি রঙের বল সুন্দরী কুল। ১৮/২০ ইঞ্চি লম্বা গাছের কোন কোনটি কুলের ভারে নুইয়ে গেছে। কিছু ডাল ফলের ভারে ভেঙে পড়ছে। শীতের মিষ্টি রোদ পড়ে রঙিন কুল চকচক করছে। 

কুলের রূপে মুগ্ধ চাষি মো. ইউনুস ভুঁইয়া আগাছা পরিষ্কার করছেন, সাথে ১২ জন শ্রমিক। এদিকে কয়েকজন কুল তুলে গ্রাহককে মেপে দিচ্ছেন। ধান খেতের আইল ধরে সেখান থেকে কুল কিনে ফিরে আসছেন স্থানীয়রা। আশপাশের গ্রাম গুলোতে কুলের গ্রাম হিসেবে পরিচিত কাজিয়াতল।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, জেলায় মো. ইউনুস ভুঁইয়ার কুল বাগান সবচেয়ে বড়। বেলে দোঁআশ মাটিতে এই কুলের ভালো চাষ হয়। তার কুল স্বাদেও অনন্য।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com