বাংলা৭১নিউজ,(লালমনিরহাট)প্রতিনিধি: লালমনিরহাটের হাতিবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বুধবার (২২ জানুয়ারি) ভোরে উপজেলার গুতামারি ইউনিয়নের বনচৌকি সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আমঝোল গ্রামের শাহজাহান আলীর ছেলে সুরুজ (৩৮) এবং একই গ্রামের উসমান আলীর ছেলে সুরুজ (১৭)।
স্থানীয় সূত্র জানায়, ভারত থেকে গরু নিয়ে ফিরছিলেন পথে বিএসএফের গুলিতে তারা নিহত হয়েছেন সুরুজ নামের দুইজন। তারা ঘটনাস্থলে পৌঁছালে বিএসএফ সদসরা গুলি চালায়। এতে দুইজনই নিহত হন।
ভেলাগুঁড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহির উদ্দিন দুই বাংলাদেশি গুলিতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম বলেন, ঘটনাস্থলে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
বাংলা৭১নিউজ/এমআর