লালমনিরহাটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
বুধবার (০১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে লালমনিরহাট-মহেন্দ্রনগরের আঞ্চলিক সড়কের বুড়ির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রেজাউল ইসলাম (৪২। তিনি উপজেলার বড়বাড়ি ইউনিয়নের সেলিমনগর খেতাবাগ এলাকার মুজিবর রহমানের ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট শহর থেকে অটো রিকশায় করে ৭/৮ জন যাত্রী বড়বাড়ি বাজারে পৌঁছালে অপরদিকে থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতেই অটোরিকশাটি দুমড়ে মুছড়ে যায়। ওই অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান। আর আহত ৫জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানা গেছে ।
সদর থানার ওসি এরশাদুল আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।
বাংলা৭১নিউজ/এসএইচ