লালমনিরহাটে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিল থেকে বেশ কয়েকটি মোবাইল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় লালমনিরহাট সদর থানায় বেশ কয়েকজন জিডি করেন।
এদিকে মোবাইল চুরির ঘটনায় এখন পর্যন্ত ২১ নারী ও একজন পুরুষকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মোবাইল খোয়া যাওয়া ভুক্তভোগী আমিনুল ইসলাম রকি বলেন, ওয়াজ শুনতে এসে বুঝতেই পারিনি কখন আমার মোবাইলটি চুরি হয়ে গেল। এটি শুধু আমার নয়, অনেকের ক্ষেত্রেই ঘটেছে।
আরেক ভুক্তভোগী মরিয়ম বেগম বলেন, মাহফিলে নিরাপত্তার যথাযথ ব্যবস্থা না থাকায় চোরের দল এই সুযোগ নিয়েছে।
মাহফিলের আয়োজক কমিটির একজন কো-অর্ডিনেটর রায়হান রাজিব বলেন, মাহফিলটি নির্বিঘ্নে আয়োজন করতে আমরা সচেষ্ট ছিলাম। তবে এ ধরনের ঘটনা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-নবী বলেন, মাহফিলের সময় সন্দেহজনক নারীসহ ২২ জনকে আটক করা হয়েছে। মোবাইল চুরির বিষয়ে বেশ কিছু জিডি আমরা গ্রহণ করেছি।
বাংলা৭১নিউজ/এসএইচ