বাংলা৭১নিউজ,(লালমনিরহাট)প্রতিনিধি: লালমনিরহাটেও পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলা বাজারে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রংপুর থেকে আসা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের শহীদ মিনারে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন এবং লালমনিরহাট সদর হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। আহত হন অন্তত আরও ১০ জন।
হতাহতদের নাম-পরিচয় জানা না গেলেও সবার বাড়ি কুড়িগ্রামে বলে ধারণা করা হচ্ছে। তারা সবাই রংপুর থেকে ঈদ করার জন্য কুড়িগ্রাম যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে বুধবার সকাল ৭টার দিকে ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। সদর উপজেলার ধুলদী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে পবিত্র ঈদের দিন সকালেই সড়ক দুর্ঘটনায় মোট ৮ জন নিহত হলেন।
বাংলা৭১নিউজ/পি.আর