মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার (২০ মে) ভোর ৫টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে রেললাইনের উপর গাছ হেলে পড়েছিল। ভোর ৫টার দিকে চট্রগ্ৰাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসেছে যেটি উদ্ধার কাজ শুরু করেছে।
বাংলা৭১নিউজ/আরএম