সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৫ (পীরগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শিরিন শারমিন চৌধুরী।
রোববার (৭ জানুয়ারি) সকাল ১০ টায় পীরগঞ্জের লালদীঘি মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে তিনি ভোট দেন।
ভোট শেষে স্পিকার বলেন, নৌকা উন্নয়নের প্রতীক। আওয়ামী লীগ সরকারের আমলে পীরগঞ্জসহ দেশের মানুষের জীবন মান উন্নয়ন হয়েছে। এগিয়েছে বহুদূর।
প্রধানমন্ত্রীর নিজের এলাকা হিসেবে এখানকার মানুষ পুনরার নৌকায় ভোট দিয়ে উন্নয়নের বিজয় ঘটাবেন বলেও আশা করেন তিনি।
বাংলা৭১নিউজ/এসএইচ