বাংলা৭১নিউজ,ডেস্ক:যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি এক বিশ্ববিদ্যালয় ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুপুরে শহরের ১২৮ নম্বর মারিপোসা সড়কের একটি অ্যাপার্টমেন্ট থেকে ১৮ বছরের তরুণ ফারহান পাশার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওই অ্যাপার্টমেন্টের তিন তলায় মা ফাতিমা রিপা ও অসুস্থ নানার সঙ্গে থাকতেন ফারহান। ফারহান পাশা এ বছর ক্যালিফোর্নিয়ার রিভারসাইড বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন।
পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানান, ফারহান পাশার মা দুপুরে কাজ থেকে বাসায় ফিরে ফারহানের কক্ষে কোন শব্দ না পেয়ে দরজা খুলে ফারহানের নিথর দেহ দেখতে পান।
পরে ফায়ার ডিপার্টমেন্ট, মেডিকেল টিম ও পুলিশ এসে ফারহানের মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রতিবেশী ও স্বজনদের অনেকেই বিষন্নতার কারণে ফারহান আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছেন।
দুই সন্তান ফাতিম পাশা ও ফারহান পাশাকে নিয়ে গত সাত বছর ধরে যুক্তরাষ্ট্রে বাস করছেন ফাতিমা রিপা।
বাংলা৭১নিউজ/এবি