ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস। তবে দুর্ঘটনা কবলিত বাসে টিমের কোনো ক্রিকেটার ও স্টাফ ছিলেন না। ক্রিকেট সরঞ্জাম নিয়ে ঢাকা থেকে বন্দরনগরীতে যাচ্ছিল বাসটি।
রোববার (১১ ফেব্রুয়ারী) দুপুরে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জানা যায়, আজ সকালে বাসটি চটগ্রামের পথে রওয়ানা দেয়। সীতাকুণ্ড এলাকায় গেলে লরির ধাক্কায় সামনের দরজার অংশ ধুমড়ে-মুচড়ে যায়।
গতকাল ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় পর্বের খেলা শেষ হয়েছে। ১৩ ফেব্রুয়ারি থেকে বিপিএল গড়াবে চট্টগ্রামে। চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। বিকেল চারটায় বিমানযোগে চট্টগ্রাম যাবে চ্যালেঞ্জার্সরা।
বাংলা৭১নিউজ/এসএইচ