বাংলা৭১নিউজ,ডেস্ক : ইউরোপের বিভিন্ন দেশগুলিতে বেআইনি অনুপ্রবেশের একাধিক ঘটনা প্রতি মাসেই ঘটে থাকে। এমনকী, এই বেআইনি অনুপ্রবেশ করতে গিয়ে দুঃসাহসিক সব পদক্ষেপও নেন অনুপ্রবেশকারীরা। আর এই অনুপ্রবেশের সময়ে একাধিক দুর্ঘটনার খবরও সামনে আসে।
গত বছরই সমুদ্র তীরে পাওয়া গিয়েছিল সিরিয়ার পাঁচ বছরের শিশু আয়লানের দেহ। ছোট্ট আয়লানের মৃত্যু আজও বিশ্বজুড়ে মানুষের স্মৃতিতে আছে। ইতালি ও গ্রিসের সমুদ্রে অবৈধ অভিবাসী বহনকারী নৌকাডুবির খবর হরহামেশাই শোনা যায়। কিছুদিন আগে লিবিয়ায় ৪০০ অবৈধ অভিবাসীদের নিয়ে ডুবে গিয়েছিল একটি নৌকা।
সম্প্রতি বেআইনি অনুপ্রবেশ নিয়ে এমনই আরও এক দুঃসাহসিক ঘটনা সামনে এসেছে। ইতালিতে বেআইনি অনুপ্রবেশের কারণে ২০ বছর বয়সী এক আফগান তরুণকে আটক করে পুলিশ। একটি লরিতে তল্লাশি চালানোর সময়ে ওই তরুণকে লরির তলা থেকে উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সেই আফগান যুবক জানান, ৪০০ কিলোমিটার রাস্তা তিনি লরির তলায় বেল্টের মাধ্যমে ঝুলে ছিলেন।
লরিটি তুরস্ক থেকে স্পেনের উদ্দেশে যাচ্ছিল। লরির চালকরা জানান, তারা এই তরুণ সম্পর্কে কিছুই জানেন না। ওই তরুণ দুটি বেল্টের মাধ্যমে নিজেকে লরির নিচে আটকে রেখে ছিলেন।
ইতালি পুলিশ আফগান ওই তরুণ এবং লরির নিচের অংশের ছবি প্রকাশ করেছে। লরির নিচের অংশের ছবিতে মানুষের হাতের ছোপ রয়েছে।
ইতালির মধ্যঞ্চলের শহর ফ্রসিনোন থেকে গ্রেপ্তার করার পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আফগান ওই তরুণ অবসাদে ভুগছিলেন।
সূত্র: ডেইলি মেইল
বাংলা৭১নিউজ/সিএইস