বাংলা৭১নিউজ,(লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ বঙ্গোপসাগরের কাছাকাছি হওয়ায় প্রাকৃতিক দূর্যোগে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে মেঘনা উপকূলীয় জেলা লক্ষ্মীপুর। সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফান থেকে রক্ষা পেতে তাই প্রস্তত রাখা হয়েছে জেলার ২০০ টি আশ্রয়ণ কেন্দ্র। রবিবার সন্ধ্যায় কালেক্টরেট ভবনের মিলনায়তনে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এসব বিষয় নিশ্চিত করেন।
সূত্র জানায়, করোনা পরিস্থিতিতে আশ্রয়ণ কেন্দ্রে মানুষের থাকার ব্যবস্থা করা একটু জটিল। তবুও সামাজিক দূরত্ব নিশ্চিত করে আশ্রয়ণ কেন্দ্রে মানুষের থাকার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া গবাদি পশুর জন্য আলাদা ভাবে আশ্রয় ও খাবার ব্যাবস্থা রাখা হবে। ঘুর্ণিঝড়কালীন সংকট দূর করতে জেলায় পর্যাপ্ত পরিমাণ ত্রাণ রয়েছে। ঘুর্ণিঝড়কালীন ও পরবর্তী সংকট দূর করতে জেলা প্রশাসন দুটি ও পাঁচ উপজেলায় পাঁচটি হটলাইন চালু করা হবে বলে সভায় জানানো হয়। দুযোর্গ পরবর্তী সময়ে রাস্তাঘাট ও বিদ্যুৎ ব্যবস্থা ঠিক রাখার জন্য ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগ প্রস্তুতি নিচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, সিভিল সার্জন আবদুল গাফ্ফার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল প্রমূখ।
বাংলা৭১নিউজ/এমএস