মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ডিজিটাল মাধ্যমে বিদেশে অর্থপাচার রোধে প্রশিক্ষণের বিকল্প নেই বৃক্ষ সংরক্ষণ ও সম্প্রসারণ বিষয়ক গবেষণা বৃদ্ধি করা হবে বিকাশ অ্যাপে খোলা যাচ্ছে সেভিংস এলজিইডি’র সেই প্রকৌশলীর স্ত্রীরও ৬ কোটি টাকার অবৈধ সম্পদ! ব্যাটারিচালিত রিকশা কোথায় কীভাবে চলবে নির্দেশনার পর ব্যবস্থা ডিএমপি ভারত থেকে রেলের ২০০ বগি কিনছে বাংলাদেশ, চুক্তি সই মেয়রের সামনে কাউন্সিলর রতনকে জুতাপেটা করলেন কাউন্সিলর চামেলী বাজেট অধিবেশন শুরু ৫ জুন দেশের অর্থনীতি শূন্যে, ক্র্যাশল্যান্ডিং হতে পারে বাজার ম‌নিট‌রিং জোরা‌লো করতে প্রধানমন্ত্রীর নি‌র্দেশ রাইসির মৃত্যুতে রাষ্ট্রপতির শোক মেয়েকে ঘুমে রেখে ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুললেন মা প্রধানমন্ত্রী ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ডার্ড তৈরি করতে বলেছেন বঙ্গবন্ধু শান্তি পুরস্কার দেবে বাংলাদেশ, নীতিমালা অনুমোদন ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শেখ হাসিনার শোক ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বিশ্বনেতাদের শোক কুমিল্লায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রেসিডেন্ট রাইসি নিহত, ইরানে পাঁচদিনের শোক ঘোষণা প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

লক্ষ্মীপুরে শিশু হত্যায় সৎ বাবার যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে ডাব খাওয়ানোর কথা বলে শ্বাসরোধে মামুন হোসেন নামে (১২) এক শিশুকে হত্যার ঘটনায় সৎ বাবা মো. মাকসুদ ওরফে মাসুদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, দাম্পত্য বিরোধকে কেন্দ্র করে শিশু মামুনকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ একটি নালায় ফেলে রাখে মাসুদ। আদালতে মাসুদ হত্যাকারী হিসেবে প্রমাণিত হয়েছে। রায়ের সময় তিনি উপস্থিত ছিলেন।

মাসুদ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের হাসান চৌকিদারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, বাদী রাহেনা বেগম সুমি সদর উপজেলার টুমচর ইউনিয়নের টুমচর গ্রামের কলিম উল্যার মেয়ে। ২০১২ সালে প্রথম স্বামী বরিশালের বাসিন্দা আবু ছিদ্দিকের সঙ্গে তার বিচ্ছেদ হয়। এ সংসারে সুমন ও মামুন নামে দুই ছেলে ছিল। পরে মাসুদের সঙ্গে সুমির দ্বিতীয় বিয়ে হয়।

তারা চট্টগ্রামে বসবাস করতো। সুমির আগের সংসারের ছেলেরা টুমচর গ্রামে নানার বাড়িতে থাকতো। নানি মারা গেলে সুমি তাদেরকে চট্টগ্রামে নিজের কাছে নিয়ে যায়। এনিয়ে স্বামী মাসুদের সঙ্গে মনোমালিন্য দেখা দেয়। এতে বড় ছেলে সুমনকে অন্যত্র কাজে দিয়ে দিলেও ছোট ছেলে মামুন সঙ্গেই থাকতো।

২০১৮ সালের ২১ জানুয়ারি সুমি তার ছেলে মামুন ও স্বামী মাসুদকে নিয়ে টুমচর গ্রামে বাবার বাড়িতে আসে। তখন স্থানীয় একটি মাদরাসায় মাহফিল চলছিল। মাহফিলে যাওয়ার কথা বলে মামুনকে নিয়ে মাসুদ ঘর থেকে বের হয়। সেখান থেকে ফেরার পথে ডাব খাওয়ানোর কথা বলে মাসুদ একটি নির্জন বাগানে তাকে নিয়ে যায়। সেখানে নাক-মুখ চেপে ধরে মামুনকে হত্যা করা হয়।

পরে নালায় ফেলে রেখে বাড়ি যান। বাড়িতে মামুনের কথা জিজ্ঞেস করলে মাহফিল থেকে হারিয়ে গেছে বলে জানায় মাসুদ। এতে তিনি নিজেই অন্যদের সঙ্গে মামুনকে খুঁজতে থাকে। পরদিন দুপুরে মামুনের মরদেহ নালায় পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় সুমি বাদি হয়ে সদর মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ মাসুদকে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার ঘটনার সত্যতা স্বীকার করেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com