বাংলা৭১নিউজ,লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জের ধরে লক্ষ্মীপুরের রায়পুরে সাগর (২৮) নামে এক ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার বাবা বেলায়েত হোসেন ভূইয়া তাকে কুপিয়ে হত্যা করেন বলে পুলিশ জানিয়েছে।
সোমবার রাতে পৌ র শহরের মধুপুর এলাকার হারিস ভূইয়া বাড়ীতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়। রাতেই ঘাতক বাবা বেলায়েত হোসেনকে আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌর শহরের মধুপুরে ভূইয়া বাড়িতে নিজ ঘরে ছেলেসহ এক সাথে থাকতেন। সাগর পরিবারের অমতে একাধিক বিয়ে করায় প্রায় এ নিয়ে পারিবারিক কলহ লেগে থাকতো।
সোমবার রাত ১০ টার দিকে সাগরের সঙ্গে তার বাবা বেলায়েত হোসেন ভূইয়ার পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডা বাধে। একপর্যায়ে বাবা ছেলেকে এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই মারা যায় সাগর। ঘটনার পর বাবা বেলায়েত ঘটনাস্থলে থেকে পালিয়ে যান।
রায়পুর থানার (ওসি, তদন্ত) সোলাইমান চৌধুরী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বাবাকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলা৭১নিউজ/ অার এইচ