বাংলা৭১নিউজ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আলমগীর হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
পুলিশের দাবি, নিহত যুবক ডাকাত সর্দার।
মঙ্গলবার ভোরে উপজেলার চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আলমগীর একই এলাকার মৃত লেদামিয়ার ছেলে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে তারা।
বন্দুকযুদ্ধে চার পুলিশ সদস্য আহত হয়েছে। তারা হলেন- এসআই ফারুর হোসেন, কনস্টেবল সফিক, কমর, ওহিদ। তাদের রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন দাবি করেন, দক্ষিণ রায়পুর গ্রামের একটি সুপারি বাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ডাকাতরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে অন্যরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে আলমগীরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো দাবি করেন, ডাকাত সর্দার আলমগীরের বিরুদ্ধে থানায় ৭টি মামলা রয়েছে।
বাংলা৭১নিউজ/আরএম