শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন ট্রেন লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ অন্তর্বর্তীকালীন দা‌য়িত্ব পালনে ঢাকায় ট্র্যাসি জ্যাকবসন শ্রম আইনে পরিচালনার নির্দেশ প্রধান উপদেষ্টার কমিটি নিয়ে দ্বন্দ্ব, বৈষম্যবিরোধী ছাত্রদের দু’পক্ষের হাতাহাতি পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে মায়ের জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন তারেক রহমান বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র লেবানন-ইয়েমেনে ইসরায়েলের হামলা, গাজায় নিহত আরও ২১ সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান

লক্ষ্মীপুরে দেড় বছরের শিশু করোনায় আক্রান্ত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: বিশ্বব্যাপী আতঙ্কে পরিণত হয়েছে মহামারি করোনাভাইরাস। যুবক-বৃদ্ধ, ধনী-গরিব, নারী-পুরুষ কেউই এর সংক্রমণ থেকে রেহাই পাচ্ছে না। প্রাণঘাতী এ ভাইরাসে এবার লক্ষ্মীপুরের রামগঞ্জে দেড় বছর বয়সী এক শিশু আক্রান্ত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নতুন ১২২টি নমুনা পরীক্ষায় আরও ৪ জনকে করোনা পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ১ জন চট্টগ্রামের। বাকি ৩ জন লক্ষ্মীপুর জেলার।

চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির বলেন, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাসিম নগরে একই পরিবারে অনেকে করোনায় আক্রান্ত। শেষ পর্যন্ত মাত্র উনিশ মাসের কন্যা শিশুটিও করোনা পজেটিভ হয়ে গেল। এটি খুব দুঃখজনক, হতাশার। বারবার বলার পরেও মানুষ সচেতন হচ্ছে না। নিজের সঙ্গে সঙ্গে শিশুদেরও করোনার সংক্রমণে ঝুঁকিতে ফেলছে। আসলে এভাবে সম্ভব না। মানুষ যতদিন সচেতন হবে না, এমন নিষ্ঠুর ঘটনার সাক্ষী আমাদের হতেই হবে। জনগণকে বলবো দয়া করে বাসায় থাকুন। যে যেখানে আছেন সেখানে থাকুন।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল গাফ্ফার বলেন, ‌একজন দিয়ে শুরু, এখন পুরো পরিবারটাই শেষ। এপ্রিলের প্রথম সপ্তাহের শেষ দিকে লক্ষ্মীপুরের বাড়িতে ফেরেন এক গার্মেন্টস কর্মী। গত ১১ এপ্রিল তার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। শঙ্কা থাকায় তার পরিবারের সব সদস্যের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ওই পরিবারের আরও আট সদস্যের শরীরে করোনা শনাক্ত হয়। শনিবার দ্বিতীয় দফা রিপোর্টে শিশুটির করোনা পজেটিভ এসেছে।

তিনি বলেন, শিশুটি হয়তো প্রথম করোনা পজেটিভ ব্যক্তিরই, তবে আমি নিশ্চিত নই। পরিবারের অন্য কারোও হতে পারে, তবে ওই পরিবারের। পরিবারটির করোনায় আক্রান্ত কয়েকজনকে ঢাকায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ওই বাড়ির আশপাশের আরও ৫ জনসহ রামগঞ্জে মোট ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির জানান, শনিবার চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নতুন ১২২টি নমুনা পরীক্ষায় লক্ষ্মীপুরের বাকি যে দুজন নতুন রোগী শনাক্ত হয়েছে তার মধ্যে- জেলার শামসেরাবাদ এলাকার ২৫ বছর বয়সী এক যুবক, লাখেরকান্দী ইউনিয়নের ৬২ বছর বয়সী এক বৃদ্ধ রয়েছেন।

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, রামগঞ্জে এক পরিবার থেকে করোনা ছড়িয়েছে। সেখানে ওই বাড়ির আশপাশের আরও ৫ জনসহ রামগঞ্জে মোট ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রামগতিতে তাবলিগ জামাতে গিয়ে এক বৃদ্ধ করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া কমলনগরে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত তিনজনের সবাই নারায়ণগঞ্জফেরত। এছাড়া পৌর সদরে ১ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি বলেন, প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পরই রোববার (১২ এপ্রিল) দুপুরে গণবিজ্ঞপ্তির মাধ্যমে লক্ষ্মীপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। লকডাউন ঘোষণার পর থেকে অন্য জেলার লোকজন যাতে লক্ষ্মীপুরে ঢুকতে না পারে, একইভাবে লক্ষ্মীপুর থেকে বাইরের জেলায় যেতে না পারে সে ব্যবস্থা নেয়া হয়েছে। লক্ষ্মীপুরে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য গত ৮ মার্চ আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। এ লক্ষ্যে সদর হাসপাতালে ৪০, রামগঞ্জে ২০, রায়পুরে ২০ ও কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ শয্যা প্রস্তুত করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আইএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com