বাংলা৭১নিউজ,(লক্ষ্মীপুর)প্রতিনিধি: লক্ষ্মীপুরে সদর উপজেলায় চাকা ফেটে ট্রাক খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার মুক্তিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
সদর থানার ওসি আজিজুর রহমান জানান, ভোর ৬টার দিকে শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান শহর থেকে চন্দ্রগঞ্জ এলাকায় যাচ্ছিল। পথে উপজেলার মুক্তিগঞ্জ এলাকায় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ১৬ জন।
আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। অন্যরা সেখানেই চিকিৎসাধীন।
বাংলা৭১নিউজ/এআর