লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- উপজেলার দেওপাড়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে ইকবাল হোসেন রাজিব (২৩) ও দক্ষিণ মান্দারী এলাকার আব্দুর রহিমের ছেলে এমরান হোসেন (১৯)। শুক্রবার রাতে চন্দ্রগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
নোয়াখালী র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, দীর্ঘদিন এলাকার আইনশৃঙ্খলার অবনতিতে ওই দুজনের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়। সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ