বাংলা৭১নিউজ,ডেস্ক: করোনার দাপট ঠেকাতে ঘরবন্দি বিশ্ববাসী। ফলে অনেকেরই বক্তব্য, এই সুযোগে দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে ভাল ভাবে সময় কাটানো যাচ্ছে। আদতে কী সত্যিই তাই?
লকডাউনের কারণে সদা ব্যস্ত মানুষ গুলি এই সময় পরিবার-পরিজনদের কাছে পাচ্ছেন ঠিকই, কিন্তু এই কাছে আসা কাছে পাওয়া যে সব সময় বা সর্বক্ষেত্রে ভাল হচ্ছে,সেটা বলা যাচ্ছে না। কারণ, লকডাউনের ফলে গার্হস্থ্য হিংসার কথা এই দুই মাসে বহুবার সামনে উঠে এসেছে।
আর যারফলে বাড়ছে অপরাধ প্রবনতাও। তেমনই সম্প্রতি একটি গুরুতর সাংসারিক হিংসার খবর সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে।
তবে এই পারিবারিক হিংসার ঘটনা বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ঘটছে। এমনকি ভারত, পাকিস্তান এবং কাবুলিওয়ালাদের দেশ আফগানিস্তানেও এটি ঘটছে। আর ইউরোপ ও আমেরিকায় এটি অনেক ব্যাপবকতা লাভ করেছে।
‘ডেইলি মেলে’ প্রকাশিত খবরে জানা গিয়েছে, শ্বশুরবাড়িতে স্বামীর অত্যাচার আর সহ্য করতে না পারায় ডিভোর্সের দাবি জানান স্ত্রী। আর তাতেই ক্ষেপে গিয়ে রান্নাঘরের ছুরি দিয়ে স্ত্রীর নাক কেটে নেয় স্বামী।
চলতি বছর এপ্রিল মাসে ঘটনাটি ঘটেছে, আফগানিস্তানের পোক্তিকা অঞ্চলে। তবে ঘটনার প্রায় এক মাসের মাথায় পুলিশের হাতে গ্রেফতার হয় অভিযুক্ত আসামী স্বামী। এরপরই গার্হস্থ্য কলহের কারণে স্ত্রীর নাক কাটার বিষয়টি প্রকাশ্যে চলে আসে।
ডেইলি মেলে প্রকাশিত রিপোর্টে আরও জানা যায়, ওই দম্পতীর একটি ১০ বছরের পুত্র সন্তানও রয়েছে। বর্তমান স্বামীর ঘর ছেঁড়ে আক্রান্ত স্ত্রী ছেলেকে নিয়ে ফিরে গিয়েছেন তাঁর বাবার বাড়িতে।
সব মিলিয়ে বলা চলে, লকডাউনে পরিবারের সঙ্গে সময় কাটানোর মধ্যে স্বতঃস্ফুর্ততা কম, বরং বাধ্যবাধকতাই যেন অনেক ক্ষেত্রে বেশি হয়ে উঠছে। আর যারফলে আখছাড় প্রকাশ্যে চলে আসছে এই ধরনের মর্মান্তিক ঘটনা।
বাংলা৭১নিউজ/এসএইচ