ওয়ানডে র্যাংকিংয়ে ব্যাটিং ও বোলিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সেরা অবস্থানে উঠে এলেন ফারজানা হক পিংকি ও নাহিদা আক্তার। ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান ফারজানা ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৯ নম্বরে উঠেছেন। স্পিনার নাহিদা ৫ ধাপ এগিয়ে বোলিং র্যাংকিংয়ে ১৯ নম্বরে আছেন।
ওয়ানডে র্যাংকিংয়ে ব্যাটিং ও বোলিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সেরা অবস্থানে উঠে এলেন ফারজানা হক পিংকি ও নাহিদা আক্তার। ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান ফারজানা ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৯ নম্বরে উঠেছেন। স্পিনার নাহিদা ৫ ধাপ এগিয়ে বোলিং র্যাংকিংয়ে ১৯ নম্বরে আছেন।
ব্যাটিংয়ে এতোদিন বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সেরা অবস্থানে ছিলেন রুমানা আহমেদ। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ২৫ নম্বরে উঠেছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তার রেকর্ড ভেঙে আজ ফারজানা উঠলেন নতুন উচ্চতায়। ক্যারিয়ার সেরা ৫৬৫ রেটিং পয়েন্ট জ্বলজ্বল করছে তার নামের পাশে।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভাবনীয় পারফরম্যান্স ছিল ফারজানার। প্রথম দুই ম্যাচে ২৭ ও ৪৭ রানের ইনিংস খেলার পর তৃতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকান ডানহাতি ওপেনার। ১০৭ রানের ইনিংস খেলেন বাংলাদেশের প্রথম নারী সেঞ্চুরিয়ান। ওয়ানডে সিরিজ ড্রয়ের পর তার পারফরম্যান্সে উল্লসিত হয়ে বোর্ড আর্থিক পুরস্কার, বোনাস দেয়। তবে আইসিসি থেকে পাওয়া র্যাংকিংয়ের সুখবরই তার সবচেয়ে বড় পুরস্কার।
এদিকে স্পিনার নাহিদা দ্যুতি ছড়িয়ে পেয়েছেন ৬ উইকেট। টাই হওয়া শেষ ম্যাচে ৩৭ রানে ৩ উইকেট পান। ক্যারিয়ার সর্বোচ্চ ৫২৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের সবসময়ের সেরা ১৯ নম্বরে উঠেছেন নাহিদা। এর আগে সালমা খাতুন গত ডিসেম্বরে ২০ নম্বরে উঠেছিলেন।
এদিকে উন্নতি হয়েছে সুলতানা খাতুন ও রাবেয়া খানের। সুলতানা ২১ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে এবং ৬০ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে জায়গা করে নিয়েছেন তরুণ লেগ স্পিনার রাবেয়া।
বাংলা৭১নিউজ/এসএইচবি