বাংলা৭১নিউজ,চাঁপাইনবাবগঞ্জ: ভারতীয় সীমান্ত ঘেঁষা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া-মুন্সিপাড়ার শিংনগর বিওপি এলাকা থেকে র্যাবের হাতে অস্ত্র ও গুলিসহ একজন আটক হয়েছে।
আটককৃত ব্যক্তি হল- উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়ার মর্ত্তুজার ছেলে আহসান হাবীব (২৩)। র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমা-ার স্কোয়াড্রন লীডার সাঈদ মোহাম্মদ আবদুল্লাহ্ আল মুরাদ জানান, সীমান্তে অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন সংবাদের বুধবার সন্ধ্যায় মুন্সিপাড়ায় এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র চোরাকারবারী আহসান হাবীবকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৫ রাউ- সোনালী রঙের তাজা গুলি জব্দ করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস