বাংলা৭১নিউজ,(কক্সবাজার)প্রতিনিধি: রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে টেকনাফে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে যুবলীগ নেতা ওমর ফারুক (২৪) কে গুলি করে হত্যা করে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
নিহত ওমর হ্নীলা ইউনিয়ন যুবলীগ ৯নং ওয়ার্ড সভাপতি ও জাদিমুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।
নিহতের পিতা জানান, কোনো কারন ছাড়াই রোহিঙ্গা ডাকাত নুর মোহাম্মদ ও সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারী তার ছেলেকে খুন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় ওমর বাড়ি থেকে বের হয়ে স্কুল সংলগ্ন জাদিমুরা বাজারে একটি দোকানে কেনাকাটা করছিলেন। অতর্কিত অস্ত্রধারীরা সেখানে গিয়ে তাকে টেনেহিঁচড়ে অন্ধকার স্থানে নিয়ে গুলি করে সটকে পড়ে।
পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
এদিকে ওমর হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা জানান, হত্যাকাণ্ডে শতাধিক অস্ত্রধারী রোহিঙ্গা অংশগ্রহন করে। হত্যা শেষে তারা দলবেঁধে শালবাগার পাহাড়ের দিকে চলে যায়।
বাংলা৭১নিউজ/এসএইচ