বাংলা৭১নিউজ, ঢাকা: গণহত্যাসহ বর্বর নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া মুসলিম রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে আজ কক্সবাজার যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বিকালে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন বলে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবির খান জানান।
বুধবারও কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন ফখরুল।
মিয়ানমার সরকারের বর্বর হামলায় বাংলাদেশে পালিয়ে আসা কয়েক লাখ রোহিঙ্গাদের আশ্রয় ও খাদ্য সহায়তা দিতে শুরু থেকেই সোচ্চার মাঠের বিরোধী দল বিএনপি।
দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে গঠন করা হয়েছে কেন্দ্রীয় রিলিফ কমিটি। এ কমিটি ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন শিবির পরিদর্শন ও সহায়তা করে ঢাকায় ফিরেছে।
বাংলা৭১নিউজ/সিএইস