বাংলা৭১নিউজ, কক্সজাবার প্রতিনিধি: মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে গেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। আজ সোমবার হর্ষ বর্ধন শ্রিংলার নেতৃতে ১০ সদস্যের ভারতীয় দল ঢাকা থেকে একটি ফ্লাইটযোগে সকাল ৯টা ১৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়।
জানা গেছে, তারা ক্যা¤েপ রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি তাদের ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। এ উদ্দেশ্যে কক্সবাজার পৌঁছে সকাল সাড়ে ১০টার দিকে মেরিন ড্রাইভ দিয়ে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা দেন তারা।
গত বছরের মাঝামাঝি সময় থেকে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গারা। রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকার কথা বলছে ভারত। এমনকি তাদের জন্য ত্রাণ সামগ্রীও পাঠানো হয়েছে ভারত থেকে। সূত্র: মানবজমিন।
বাংলা৭১নিউজ/জেএস