বাংলা৭১নিউজ, কক্সবাজার ব্যুরো: রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে সফররত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তুমব্রু জিরো পয়েন্টের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন।
আজ রোববার সকালে প্রতিনিধি দলটি ক্যাম্প ঘুরে সেখানে অবস্থান নেয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এ সময় রোহিঙ্গারা তাদের ওপর চালানো মিয়ানমার সেনাবাহিনীর নির্মমতার বর্ণনা তুলে ধরেন।
জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে আছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সরকারি পদস্থ ও বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। এছাড়া প্রতিনিধি দলের ২৬ জনের মধ্যে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধিসহ ১০ জন স্থায়ী এবং পাচঁজন উপ-স্থায়ী প্রতিনিধি রয়েছেন।
এর আগে রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে দু’দিনের সফরে গতকাল শনিবার বিকেলে কুয়েত এয়ারলাইন্সের একটি বিমানে ইরাক থেকে সরাসরি কক্সবাজার যান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলটি। বিমানবন্দর থেকে তারা উখিয়ার ইনানীর রয়েল টিউলিপ হোটেলে যান। সেখানে রাতে বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বাংলা৭১নিউজ/জেএস