রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সোহরাওয়ার্দী উদ্যানে জমে উঠেছে ‘ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট’ বিপ্লব বড়ুয়া-নদভীসহ ১৯৮ জনের নামে মামলা চিকিৎসকদের একফোঁটা রক্ত ঝরলেই স্বাস্থ্যসেবা বন্ধের হুমকি আসবেন না সারজিস আলম, চিকিৎসকদের ভুয়া ভুয়া স্লোগান টিএসসিতে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার বিষয়ে যা বললেন প্রক্টর ‘মুজিব কোটে’ আগুন দিয়ে দল ছাড়লেন আওয়ামী লীগ নেতা টোলপ্লাজায় দুর্ঘটনা: সেই বাসের মালিক গ্রেফতার ৬ দিনে হিলি দিয়ে ভারত থেকে ১৬ হাজার টন চাল আমদানি যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক রমজানে কোনো পণ্যের ক্রাইসিস থাকবে না : ভোক্তার ডিজি ফখরুলের সঙ্গে আব্দুস সালাম পিন্টুর সাক্ষাৎ অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন ৩১ ডিসেম্বর নিয়ে যা বললেন আসিফ মাহমুদ প্রথমবারের মতো যে পরিবর্তন এলো বিসিএসে, আবেদন শুরু কাল থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা ৩১ ডিসেম্বর আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক দল ঘোষণা করা হবে বিপিএলের পর্দা উঠছে আগামীকাল আগামীকাল থেকে ফের শৈত্যপ্রবাহের আশঙ্কা গোয়েন্দা সংস্থা সংস্কারের ঘােষণা দিলেন সিরিয়ার নতুন গোয়েন্দা প্রধান ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্রটি লিখিত দলিল হবে: সারজিস

রোহিঙ্গা ইস্যুতে স্থানীয়দের ভাগ্য পরিবর্তনে পদক্ষেপ নেবে জার্মানি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯
  • ৯২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,কক্সবাজার প্রতিনিধি : রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের সঙ্গে রয়েছে জার্মানি। রোহিঙ্গাদের নিরাপদে রাখার পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্থানীয় মানুষের ভাগ্য পরিবর্তনের পদক্ষেপও নেয়া হচ্ছে বলে জানিয়েছেন জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোলজ।

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে টেকনাফ পৌর কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

বৃহস্পতিবার তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি রোহিঙ্গা অনুপ্রবেশে ক্ষতিগ্রস্ত স্থানীয় লোকজন এবং টেকনাফ পৌরসভায় মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে টেকনাফ পৌর প্যানেল মেয়র আব্দুল্লাহ মনির রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে স্থানীয়দের শ্রমবাজার দখল, রোহিঙ্গাদের মাদক চোরাচালানে সম্পৃক্ততা, রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি, ফসলি জমি ও বিশাল বনভূমির ক্ষয়ক্ষতি, খাদ্য সঙ্কট ও আইন-শৃংখলার অবনতির চিত্র তুলে ধরেন জার্মান রাষ্ট্রদূতের কাছে।

এতে জার্মান রাষ্ট্রদূত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক সহায়তা দেয়ায় স্থানীয়দের ধন্যবাদ জানান। তিনি বলেন, জার্মান সরকার রোহিঙ্গাদের সহায়তার পাশাপাশি এদেশের স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতার চিন্তাভাবনা করছে।

জার্মান রাষ্ট্রদূতের টেকনাফ পৌরশহরে আগমণে পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলামসহ অন্যান্য কাউন্সিলররা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পৌর মিলনায়তনে পৌর মেয়র ও কাউন্সিলরদের নিয়ে মতবিনিময় সভায় টেকনাফ পৌরসভার মেয়র হাজী মো. ইসলাম, প্যানেল মেয়র আব্দুল্লাহ মনির, কহিনুর আকতার, কাউন্সিলর আবু হারেজ, হোছন আহমদ, নাজমা আলম, দিলরুবা খানম, পৌরসচিব মহি উদ্দিন ফয়েজী, ইঞ্জিনিয়ার জহির উদ্দিন আহমদ ও উপসহকারী মুর্শেদুল ইসলামসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় প্রসঙ্গে টেকনাফ পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম বলেন, জার্মান রাষ্ট্রদূতের টেকনাফ আগমন ছিল আমাদের জন্য সৌভাগ্যের। আমরা তার কাছে রোহিঙ্গা সঙ্কটে সৃষ্ট সমস্যাবলী উপস্থাপন করেছি। তিনি সরকারের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে সমাধানের আশ্বাস দিয়েছেন। এছাড়া জার্মান রাষ্ট্রদূতের উপস্থিতিতে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিওগুলোতে নিয়োগের ক্ষেত্রে স্থানীয় ছেলেমেয়েদের অগ্রাধিকার দেয়ার বিষয়টি উত্থাপন করেছি।

বাংলা৭১নিউজ/ এম এস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com