শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রোহিঙ্গাদের বিষয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে: সুচি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ১২৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের নামে রোহিঙ্গাদের গ্রামে নির্বিচারে গুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

এ অবস্থায় প্রাণ বাঁচাতে দলে দলে রোহিঙ্গারা বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন। এরই মধ্যে এক লাখ ২৬ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

কিন্তু অভিযানের ১১ দিনের মাথায় প্রথমবারের মতো মুখ খুলে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি দাবি করেছেন, রাখাইনের সব জনগণকে সম্ভাব্য সবচেয়ে ভালো উপায়ে রক্ষার কাজ শুরু হয়েছে।

তার দাবি, ভুল তথ্য দিয়ে রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি তৈরি করা হয়েছে, যা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সমস্যা তৈরি করেছে এবং এর মাধ্যমে সন্ত্রাসবাদীদের স্বার্থ চরিতার্থ হচ্ছে।

সামাজিক মাধ্যম ফেসবুকে অং সান সুচির কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

তুরস্কের উপ-প্রধানমন্ত্রী টুইটারে একটি ছবি প্রচার করে তা নিহত রোহিঙ্গাদের বলে দাবি করেছিলেন। এ ছবির বরাত দিয়ে রোহিঙ্গাদের নিয়ে ভুল তথ্য প্রচারের অভিযোগ করেন সুচি।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট ভোররাত থেকে রাখাইনে সীমান্তরক্ষী পুলিশের সঙ্গে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের সংঘাত শুরু হয়।

এতে শতাধিক ব্যক্তি নিহত হন। এর মধ্যে ১২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও বাকিরা আনসার সদস্য ছিল।

এ ঘটনার পর মিয়ানমারের সরকারি বাহিনী বিতাড়ন অভিযান শুরু করে। তারা রোহিঙ্গাদের গ্রামগুলোতে হানা দিয়ে সাধারণ মানুষকে লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ করছে এবং ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দিচ্ছে বলে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে।

অভিযানকালে গত ১১ দিনে অন্তত ৪০০ রোহিঙ্গা নিহত হন, যাদের বেশিরভাগই সাধারণ নিরস্ত্র রোহিঙ্গা।

এদিকে অভিযানের মুখে প্রাণ বাঁচাতে হাজার হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত এক লাখ ২৬ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পৌঁছেছে।

এ পরিস্থিতিতে রোহিঙ্গাদের জাতিগত নিধনের শিকারের আশঙ্কার কথা জানিয়ে রাখাইনে সহিংসতা বন্ধ করতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।

কিন্তু প্রথমবারের মতো মুখ খুলে রাখাইনে সহিংসতা চালানোর বিষয়টি চেপে গিয়ে রোহিঙ্গাদের নিয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ করলেন সুচি।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com