সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ ছয় মাসে রাজস্ব আহরণ বেড়েছে ১৩.৯ শতাংশ: অর্থমন্ত্রী সোনার দাম আরও বাড়লো ব্যর্থতা ঝেড়ে বিশ্বকাপ রঙিন করার প্রত্যাশা জ্যোতির পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য এবি ব্যাংক পিএলসি যশোরে স্মার্ট কার্ডে নারী উদ্যোক্তা ঋণ স্মরণে বঙ্গবন্ধু ঢাকায় আইওএম মহাপরিচালক অ্যামি পোপে তীব্র তাপপ্রবাহের পর হবিগঞ্জে ঝড়-শিলাবৃষ্টি গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ তাপপ্রবাহ এবারই শেষ নয়, প্রস্তুতি শুরুর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, সময় লাগবে ২-৩ দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন উপজেলা নির্বাচনও বর্জন করুন: রিজভী গ্যাস পাচ্ছেন গোপালগঞ্জবাসী অপারেশনের নামে হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন সমাদ্দার আশ্রমকাণ্ডে দায় এড়াতে পারেন না মিল্টনের স্ত্রী

রোনালদো-জাদুতে সেমিতে এক পা রিয়ালের

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৪ এপ্রিল, ২০১৮
  • ২৭৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: জ্বলে উঠলেন ক্রিস্টিয়ানো রোনালদো। করলেন জোড়া গোল। এর মধ্যে একটি তো চ্যাম্পিয়নস লিগের ইতিহাসেরই অন্যতম সেরা গোল। পর্তুগিজ তারকার জাদুকরী পারফরম্যান্সে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জুভেন্টাসকে তাদেরই মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল রিয়াল মাদ্রিদ।

তুরিনে মঙ্গলবার রাতে ম্যাচের তৃতীয় মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন রোনালদো। ইসকোর পাস থেকে বল জালে জড়ান পর্তুগিজ ফরোয়ার্ড। এই গোলে ইতিহাসে নাম লেখালেন রোনালদো। প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে টানা ১০ ম্যাচে গোল করলেন পাঁচবারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার।

প্রথমার্ধে আরো বেশ কিছু সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু অতিথিরা ব্যবধান বাড়াতে পারেনি। গোল শোধ করার সুযোগ কাজে লাগাতে পারেনি জুভেন্টাসও। ফলে প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৪ মিনিটে আসে জাদুকরী সেই মুহূর্ত। দানি কারভাহালের ক্রস থেকে অবিশ্বাস্য এক বাইসাইকেল কিকে বল জালে পাঠান রোনালদো। চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে রোনালদোর গোল হলো ১১৯টি। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯টি।

একে তো দুই গোলে পিছিয়ে পড়া, দুই মিনিট পর বিপদ আরো বাড়ে জুভেন্টাসের। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জুভেন্টাসের আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালা।

ম্যাচের ৭২ মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলে রিয়াল মাদ্রিদ। রোনালদোর বাড়ানো বল থেকে গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। তাতে ১৯৬২ সালের পর প্রথমবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় ঘরের মাঠে রিয়ালের কাছে জুভেন্টাসের হারও নিশ্চিত হয়ে যায়।

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জুভেন্টাসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতেছিল জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। আগামী বুধবার রিয়ালের মাঠে হবে শেষ আটের ফিরতি লেগের ম্যাচ।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com