দৈনিক প্রথম আলো’র জৈষ্ঠ্য প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কক্ষে আটকে রেখে হেনস্থা ও মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণের প্রতিবাদে এবং অবিলম্বে মামলা প্রত্যাহার করে মুক্তির দাবীতে নেত্রকোনায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ সাংবাদিকরা।
নেত্রকোনা জেলা প্রেসক্লাবের উদ্যোগে শনিবার দুপুর ১২টায় প্রেসক্লাবের সামনে পৌরসভার মোড়ে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচী পালিত হয়েছে।
মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এম মোখলেছুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, সাবেক সহ-সভাপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, সাবেক সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, যুগ্ম সম্পাদক এ কে এম আব্দুল্লাহ্, মাহ্ফুজুর রহমান স্বপন, দিলওয়ার খান, সঞ্জয় সরকার, ভজন দাস, আলপনা বেগম, নাজমুশ শাহাদাত নাজু, কামাল হোসাইন, আনিছুর রহমান, পল্লব চক্রবর্তী সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে অন্যায়ভাবে আটকে রেখে নির্যাতনকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তির এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান। অন্যথ্যায় সাংবাদিক নেতৃবৃন্দ কঠোর আন্দোলনের মাধ্যমে সাংবাদিক রোজিনাকে মুক্ত করে আনার হুসিয়ারী উচ্চারণ করেন।
বাংলা৭১নিউজ/পিকে