সোমবার, ২০ মে ২০২৪, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিকাশ অ্যাপে খোলা যাচ্ছে সেভিংস এলজিইডি’র সেই প্রকৌশলীর স্ত্রীরও ৬ কোটি টাকার অবৈধ সম্পদ! ব্যাটারিচালিত রিকশা কোথায় কীভাবে চলবে নির্দেশনার পর ব্যবস্থা ডিএমপি ভারত থেকে রেলের ২০০ বগি কিনছে বাংলাদেশ, চুক্তি সই মেয়রের সামনে কাউন্সিলর রতনকে জুতাপেটা করলেন কাউন্সিলর চামেলী বাজেট অধিবেশন শুরু ৫ জুন দেশের অর্থনীতি শূন্যে, ক্র্যাশল্যান্ডিং হতে পারে বাজার ম‌নিট‌রিং জোরা‌লো করতে প্রধানমন্ত্রীর নি‌র্দেশ রাইসির মৃত্যুতে রাষ্ট্রপতির শোক মেয়েকে ঘুমে রেখে ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুললেন মা প্রধানমন্ত্রী ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ডার্ড তৈরি করতে বলেছেন বঙ্গবন্ধু শান্তি পুরস্কার দেবে বাংলাদেশ, নীতিমালা অনুমোদন ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শেখ হাসিনার শোক ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বিশ্বনেতাদের শোক কুমিল্লায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রেসিডেন্ট রাইসি নিহত, ইরানে পাঁচদিনের শোক ঘোষণা প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম ঘোষণা ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ : কাদের পাহাড়ে অপহরণ চক্রের প্রধান অস্ত্রসহ গ্রেফতার

রোগীর স্বজনদের পেটানোর অভিযোগে মামলা, দুই আনসার সদস্য গ্রেফতার

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৩ বার পড়া হয়েছে

রাজধানীর শেরেবাংলা নগরের শিশু হাসপাতালে রোগীর স্বজনদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী শিশু আবরাহাম সিহানের মা লিমা আক্তার বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এ মামলা করেন।

ঘটনার প্রাথমিক সত্যতার ভিত্তিতে দুই আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আহাদ আলী।

তিনি বলেন, ভুক্তভোগী পরিবারের প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তিন আনসারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে দুজনের সংশ্লিষ্টতা ও অভিযোগের সত্যতা পাওয়া গেছে৷ এজন্য আবুল কাশেম ও নূর হোসেন নামে দুই আনসার সদস্যকে গ্রেফতার দেখানো হয়েছে।

ওসি বলেন, ভুক্তভোগী পরিবার মামলা করেছেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

নিউমোনিয়া আক্রান্ত শিশু আবরাহাম সিহানের খালা শিমা আক্তার বলেন, শ্বাসকষ্টে ভোগা মাত্র একমাস বয়সী শিশু আবরাহাম সিহান আমার বোনের ছেলে। তারা লালবাগে থাকে। গতকাল শুক্রবার রাত ১২টার পর বাচ্চার শ্বাসকষ্ট শুরু হয়।

শনিবার সকালেই আগারগাঁও শিশু হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক দেখে টেস্ট দেয়। টেস্টের রিপোর্টে আসে নিউমোনিয়া। চিকিৎসকের পরামর্শ হাসপাতালে দ্রুত ভর্তি করতে হবে। কিন্তু এ হাসপাতালে সিট নেই। অন্য কোনো হাসপাতালে সিট দেখার কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বাইরে এসে আমরা কী করা যায় সেটা নিয়ে আলোচনা করছিলাম। সেই সময়ে সিকিউরিটি গার্ডের দায়িত্বে নিয়োজিত সদস্যরা (আনসার) আসে। তারা টাকা দাবি করেন। বলেন টাকা দিলে সিটের ব্যবস্থা করে দেবেন।

এ কথা শুনে আমার পরিবারের ভাই বোন বলেন, টাকার বিনিময়ে কেন সিট দেবেন। একটা শিশু মুমুর্ষূ অবস্থা। অথচ আপনারা টাকা চান কীভাবে। এ রকম করে ঘুস খেলে তো চলে না। এ কথা বলতেই ছোট ভাই রবিনকে আনসার সদস্যরা মারধর শুরু করেন।’

শিমা বলেন, ‘আমার বোন ও মায়ের গায়েও হাত তোলা হয়। অসুস্থ শিশুটিকে পর্যন্ত কোল থেকে মাটিতে ফেলে দেওয়া হয়। লিমা আক্তার আপার কাছে থাকা ২০ হাজার টাকা, মোবাইল মারামারি, ধাক্কাধাক্কির মধ্যে হাওয়া হয়ে গেছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com