বাংলা৭১নিউজ, মোঃ মনসুর আলী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশনের লেবেল ক্রোসিং রেলগেট পারাপারে ঝুকি নিয়ে চলছে যানবাহন সর্বসাধারন। এছাড়াও রাজধানী ঢাকা, খুলনা, রাজশাহীর সাথে উত্তরাঞ্চলের ট্রেন চলাচলে বিগ্ন ঘটছে এবং ঝুকি নিয়ে চলছে। যে কোন সময় ঘটেযেতে পারে ট্রেন দূর্ঘটনা।
পশ্চিমঞ্চলের সর্ববৃহত্তম জংশন শহরের প্রাণকেন্দ্র রেল ক্রোসিং গেটের ভিতরে রেললাইনের মেরামত করার পর বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে ট্রাক, বাস, সিএনজি, অটোচার্জার, রিক্স্রা ভ্যান, মটর সাইকেলসহ সকল প্রকার যানবাহন ঝুকি নিয়ে চলাচর করছে। অনেক সময় সৃষ্টি হওয়া গর্তে যানবাহন আটকে পরে এবং বিকল হয়ে পরলে সর্বসাধারণসহ রাজধানী ঢাকা, খুলনা, রাজশাহীর সাথে উত্তরাঞ্চলের চলাচলকারী ট্রেনগুলো ঝুকি নিয়ে চলাচল করছে।
দীর্ঘদিন যাবৎ এই রেলক্রোসিং (গেটের) রাস্তার কাজ না করায় গর্তগুলো ছোট থেকে বড় আকার ধারন করায় চলাচলে ঝুকি ও বারছে।
এবিষয়ে স্থানীয় ষ্টেশন মাষ্টার মোঃ রেজাউল ইসলাম ডালিমের সাথে কথা বললে তিনি বলেন, এবিষয়ে আমি কিছু বলতে পারবনা। লেবেল ক্রোসিং এর ভালো মন্দ দেখার দায়িত্ব এস এস এ/ই সান্তাহার।
এব্যাপারে স্থানীয় রেলওয়ে এস এস এ/ই নারায়নসরকারের সাথে কথা বললে তিনি বলেন, বড় কাজগুলো টেন্ডারের মাধ্যেমে করা হয়। ছোটখাােট কাজ নিজস্ব লোকজন দ্বরা করা হয়। এ লেবেল ক্রোসিং বিষয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ছোট সমস্যাগুলো দেখবো।
বাংলা৭১নিউজ/জেএস