বাংলা৭১নিউজ,ঢাকা : ঘরমুখো মানুষের কথা বিবেচনা করে এবারও রেল পরিচালনায় জড়িত সকল কর্মকর্তা ও কর্মচারীর ঈদের ছুটি বাতিল করেছে রেল মন্ত্রণালয়।
একই সঙ্গে পূর্বাঞ্চলের সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটিও বাতিল করা হয়েছে।
আজ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘরমুখো মানুষের কথা মাথায় রেখে প্রত্যেক ঈদেই রেলের সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়। এবারও তার ব্যাতিক্রম হয়নি। এ বিষয়ে মন্ত্রণালয় আগে থেকেই সিদ্ধান্ত নেয়।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বুধবার সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। প্রথম দিনে ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম স্টেশন থেকে ১ জুলাইয়ে যাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/সিএইস