রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, রেলে শুধু যাত্রী পরিবহন নয়, যাত্রী পরিবহনের সঙ্গে সঙ্গে মালামাল পরিবহনেরও ভিন্নতা রয়েছে।
রোববার (২৪ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন চত্বরে অত্যাধুনিক লাগেজ ভ্যানে কৃষিজাতপণ্য পরিবহন সংক্রান্ত অংশীজন সভায় এ কথা বলেন মন্ত্রী।
এ সময় তিনি আরো বলেন, এর আগে দেখেছি এক সময় প্রচুর পরিমাণে পাট আমাদের রেলে পরিবহন হতো। বর্তমানে বাংলাদেশে আমরা পণ্য পরিবহনে কন্টেইনার ব্যবহার করছি। আপনারা জানেন আমাদের যাত্রীরা আমাদের মৈত্রী ও বন্ধন নামে দুটি ট্রেন একটি ঢাকা থেকে কোলকাতা আরেকটি খুলনা থেকে কোলকাতা যাতায়াত করে।
রেলমন্ত্রী বলেন, সম্প্রতি চিলাহাটি হতে হলদিবাড়ি হয়ে আমরা ভারতের সাথে যুক্ত হয়েছি। আমাদের প্রস্তুতি নিশ্চিত আগামী ২৬ মার্চ ঢাকা থেকে যাতে শিলিগুড়ি এ পথে যেন আমরা যাত্রী পরিবহন করতে পারি। কিন্তু আপনারা জানেন কোভিড-১৯-এর কারণে আমাদের চলমান যে দুটি ট্রেন যাত্রী পরিবহন করতো মৈত্রী ও বন্ধন ট্রেন দুটি স্থগিত ও বন্ধ রয়েছে।
এসময় বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চল এর মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহর সভাপতিত্বে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. সাছুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোযার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, নবনির্বাচিত মেয়র জাকিয়াস খাতুনসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, রেলে শুধু যাত্রী পরিবহন নয়, যাত্রী পরিবহনের সঙ্গে সঙ্গে মালামাল পরিবহনেরও ভিন্নতা রয়েছে।
রোববার (২৪ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন চত্বরে অত্যাধুনিক লাগেজ ভ্যানে কৃষিজাতপণ্য পরিবহন সংক্রান্ত অংশীজন সভায় এ কথা বলেন মন্ত্রী।
এ সময় তিনি আরো বলেন, এর আগে দেখেছি এক সময় প্রচুর পরিমাণে পাট আমাদের রেলে পরিবহন হতো। বর্তমানে বাংলাদেশে আমরা পণ্য পরিবহনে কন্টেইনার ব্যবহার করছি। আপনারা জানেন আমাদের যাত্রীরা আমাদের মৈত্রী ও বন্ধন নামে দুটি ট্রেন একটি ঢাকা থেকে কোলকাতা আরেকটি খুলনা থেকে কোলকাতা যাতায়াত করে।
রেলমন্ত্রী বলেন, সম্প্রতি চিলাহাটি হতে হলদিবাড়ি হয়ে আমরা ভারতের সাথে যুক্ত হয়েছি। আমাদের প্রস্তুতি নিশ্চিত আগামী ২৬ মার্চ ঢাকা থেকে যাতে শিলিগুড়ি এ পথে যেন আমরা যাত্রী পরিবহন করতে পারি। কিন্তু আপনারা জানেন কোভিড-১৯-এর কারণে আমাদের চলমান যে দুটি ট্রেন যাত্রী পরিবহন করতো মৈত্রী ও বন্ধন ট্রেন দুটি স্থগিত ও বন্ধ রয়েছে।
এসময় বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চল এর মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহর সভাপতিত্বে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. সাছুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোযার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, নবনির্বাচিত মেয়র জাকিয়াস খাতুনসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এমএস