বাংলা৭১নিউজ,(লালমনিরহাট)প্রতিনিধি: লালমনিরহাটে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে বাধা দেয়ায় রেলওয়ে পুলিশ (জিআরপি) আফছার আলী (৬০) নামে এক বৃদ্ধের হাত ও কোমর বিদ্যুতের তার দিয়ে বেঁধে রাখে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে কাকিনা রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়। দুপুরে তাকে সেই অবস্থায় হাতীবান্ধা রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়। এ সময় সেখানে উপস্থিত জনতার প্রতিবাদের মুখে জিআরপি কর্মকর্তা মিজানুর রহমান মিজান ভুল স্বীকার করে তাকে ছেড়ে দেন।
জিআরপি সূত্রে জানা গেছে, লালমনিরহাটে রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে বাংলাদেশ রেলওয়ের পরিদর্শক ইঞ্জিনিয়ার ডি এন মজুমদারের নেতৃত্বে কাকিনা রেলওয়ে স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় তাতে বাধা দিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কালীগঞ্জ উপজেলার তালুক বানী নগরের বৃদ্ধ আফছার আলী। এ কারণে তাকে আটক করে রেলওয়ে পুলিশ।
এরপর তাকে উচ্ছেদ অভিযানের গাড়িতে তুলে হাত ও কোমর বিদ্যুতের তার দিয়ে বেঁধে রাখা হয়। গাড়িটি হাতীবান্ধা রেলষ্টেশনে আসলে উপস্থিত লোকজন এ ঘটনার প্রতিবাদ করেন। প্রতিবাদের মুখে বাংলাদেশ রেলওয়ের পরিদর্শক ইঞ্জিনিয়ার ডি এন মজুমদার ওই বৃদ্ধকে ছেড়ে দিতে বাধ্য হয়।
হাতীবান্ধা রেলওয়ে স্টেশন এলাকার লাদেন হোসেন বলেন, ওই বৃদ্ধকে ওভাবে তার দিয়ে বেধে রাখা ঠিক হয়নি। পরে এ নিয়ে লোকজন প্রতিবাদ করলে পুলিশ তাকে ছেড়ে দেয়।
এ ঘটনায় ভুল স্বীকার করে রেলপুলিশের কর্মকর্তা মিজানুর রহমান এ নিয়ে লেখালেখি না করতে সাংবাদিকদের অনুরোধ করেন।
রেলওয়ের পরিদর্শক ইঞ্জিনিয়ার ডি এন মজুমদার বলেন, বৃদ্ধের হাত ও কোমর বিদ্যুতের তার দিয়ে বেঁধে রাখার বিষয়টি জানা ছিল না। আমি দেখামাত্রই তাকে ছেড়ে দিয়েছি।
বাংলা৭১নিউজ/জেআই