বাংলা৭১নিউজ, চট্টগ্রাম প্রতিনিধি: কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে চট্টগ্রাম নগরের ষোলোশহর রেলস্টেশনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।
পূর্বঘোষণা অনুযায়ী আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এই কর্মসূচি শুরু হয়।
ষোলোশহর রেলস্টেশনে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা ‘গেজেট প্রজ্ঞাপনে কত দেরি পাঞ্জেরি’, ‘আর নয় কালক্ষেপণ, জারি কর প্রজ্ঞাপন’, ‘আর কোনো দাবি নাই, কোটা বাতিলের গেজেট চাই’, ‘আর নয় ছল-চাতুরী, প্রজ্ঞাপন চাই তাড়াতাড়ি’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনের বাঁশখালীর গ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানান।
সংগঠনের চট্টগ্রাম বিভাগের যুগ্ম আহ্বায়ক মো. আরমান উদ্দিন বলেন, ‘আমরা তিন মাস ধরে আন্দোলন করে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের যে ঘোষণা দিয়েছেন, তার বাস্তবায়ন চাই। প্রধানমন্ত্রীর ঘোষণার পর এক মাস পার হলেও এখনও প্রজ্ঞাপন জারির কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে সারা দেশের মতো আজ চট্টগ্রামেও আন্দোলন শুরু করেছি।’
বাংলা৭১নিউজ/জেএস