মোবাইল ফোন অপারেটর বাংলালিংক অপটিক্যাল ফাইবার শেয়ারিংয়ের জন্য বাংলাদেশ রেলওয়ের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। আজ মঙ্গলবার বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস ও বাংলাদেশ রেলওয়ের চিফ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার (টেলিকম) বানু রঞ্জন সরকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া এই অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তরাও উপস্থিত ছিলেন।
চুক্তি অনুসারে বাংলালিংক পাঁচ বছরের জন্য বাংলাদেশ রেলওয়ের আটটি সেকশনের অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ব্যবহার করবে। ৫৯৫ দশমিক ৩৯ কিলোমিটার দীর্ঘ অপটিক্যাল নেটওয়ার্ক ইজারার জন্য ব্যয় হবে মোট ২৯ কোটি ৬০ লাখ টাকা।
বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস বলেন, বাংলাদেশ রেলওয়ে সাথে ফাইবার শেয়ারিংয়ের জন্য চুক্তিবদ্ধ হতে পেরে আমরা আনন্দিত। এর ফলে সারা দেশে আমাদের সংযোগ ও ডিজিটাল সেবার মান বৃদ্ধি পাবে। আমরা সবসময় এই ধরনের উদ্যোগে আগ্রহী, কারণ টেলিকম খাত ও সামগ্রিকভাবে দেশের উপর এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ