‘রেণু থেকে বঙ্গমাতা’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে গণভবনে এই বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেসা, যার ডাক নাম রেনু। তিনি দেশ ও জনগণের জন্য অনন্য অবদানের মধ্য দিয়ে পরে বঙ্গমাতা হয়ে ওঠেন।
প্রধানমন্ত্রীর মা বঙ্গমাতা ১৯৭৫ সালের ১৫ আগস্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নির্মমভাবে হত্যার শিকার হন।
মোড়ক উন্মোচনের সময় কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস, বইয়ের লেখক মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এবি