বাংলা৭১নিউজ, নেত্রকোনা প্রতিনিধি : মুসলিম উম্মাহর ঐক্য সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় শনিবার বাদ ফজর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে নেত্রকোনায় সম্পন্ন হয়েছে রেজভীয়া দরবার শরীফের দু দিন ব্যাপী ৫৮ তম বার্ষিক ওরছ মোবারক।
বড় পীর হয়রত আব্দুল কাদির জিলানীর স্মরণে প্রতি বছর ১০ ও ১১ ফাল্গুণ নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের সতরশ্রী রেজভীয়া দরবার শরীফের উদ্যোগে বার্ষিক ওরছ মোবারক অনুষ্ঠিত হয়ে আসছে। এতে শেরে গাজী আকবর আলী রেজভী ও তার ছেলে সদরুল আমিন রেজভীর হাজার হাজার ভক্ত আশেকানরা দেশের বিভিন্ন স্থান থেকে দরবার শরীফে ভীড় জমান।
দরবার শরীফে ইসলামী প্রসারে পীর মাশায়েখদের অবদান, ধর্মীয় মূল্যবোধ, কোরআন সুন্নাহ আলোকে কি ভাবে সুন্দর জীবন পরিচালনা করা যায়, তার আম বয়ান অনুষ্ঠিত হয়। জিকির আসকার ও আখেরী মোনাজাতের মধ্য দিয়ে দুই দিন ব্যাপী ৫৮ তম বার্ষিক ওরছ মোবারক সম্পন্ন হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস