বাংলা৭১নিউজ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে গণফোরামের প্রার্থী ড. রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীসহ আরো পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আজ রোববার সকালে হবিগঞ্জের চারটি আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ যাচাই-বাছাই শেষে ছয়জনের প্রার্থিতা ও মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘সিটি ব্যাংকের ক্রেডিট ডিভিশন থেকে খেলাপির তালিকায় রেজা কিবরিয়ার নাম থাকায় তাঁর প্রার্থিতা বাতিল করা হলো। অপরদিকে, হলফনামায় স্বাক্ষর না থাকায় কেয়া চৌধুরীর মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।’
মনোনয়নপত্র বাতিল হওয়া অন্য চারজন হলেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. আব্দুল হান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু হানিফা আহমদ হোসেন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ বদরুর রেজা ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জুবায়ের আহমেদ।
তবে জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, যাদের প্রার্থিতা ও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাঁরা সবাই আপিলের জন্য আবেদন করতে পারবেন। সূত্র: এনটিভি অনলাইন।
বাংলা৭১নিউজ/জেএস