রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পর্দা উঠল অমর একুশে বইমেলার বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন ৬৩ বিয়ে পাকিস্তানে রাতভর সংঘর্ষে ১৮ সেনাসহ নিহত ৪১ বই ছাপানোর আগে একাডেমি বা পুলিশকে পড়তে দেওয়া হাস্যকর তৌহিদুলকে সাদা পোশাকধারীরা নির্যাতন চালিয়ে হত্যা করেছে গণঅভ্যুত্থান এবারের বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে এসেছে: প্রধান উপদেষ্টা পিচ্চি হেলাল-ইমনসহ শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায় জানে না পুলিশ! প্রায় এক বছর পর খুললো রাফাহ ক্রসিং সিরাজগঞ্জে ফুলজোড় নদীতে ডুবে তিন কলেজছাত্র নিখোঁজ দেশের কোথাও দখল-চাঁদাবাজিতে জামায়াত জড়িত নয়: জামায়াত আমির আরাকান আর্মি থেকে মুক্তি পেয়ে টেকনাফে পৌঁছাল কার্গো বোট বাংলা একাডেমি পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা টাকা না দেওয়ায় লিবিয়ায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা শিল্পের মর্যাদা আসবে শিল্পীর মর্যাদার মাধ্যমে: প্রাণিসম্পদ উপদেষ্টা কথা বলবেন হিসাব করে, উপদেষ্টাদের উদ্দেশ্যে সেলিমা রহমান বিশ্ববাজারে নতুন ইতিহাস সৃষ্টি করলো সোনা ঢাকাকে হারিয়ে প্লে অফে খুলনা, রাজশাহীর বিদায় ঢাকায় মেক্সিকান দূতাবাস স্থাপনে গুরুত্বারোপ বই প্রকাশের আগে পান্ডুলিপি সংক্রান্ত সংবাদের বিষয়ে যা বলছে ডিএমপি ঠাকুরগাঁওয়ে রামদা হাতে ত্রাস সৃষ্টিকারী সেই জ্যোতি গ্রেফতার

রেকর্ড পরিচালন মুনাফা সোনালীর, কমেছে লোকসানি শাখাও

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ২৭ বার পড়া হয়েছে

রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকের শ্রেণীকৃত ঋণের পরিমাণ কমেছে ১২৭৭ কোটি টাকা। বর্তমানে ব্যাংকটির শ্রেণীকৃত ঋণের পরিমাণ নেমে এসেছে ১৪.১৪ শতাংশে, যা ২০২০ শেষেছিল ১৮.৩৭ শতাংশ।  অর্থাৎ গত এক বছরে শ্রেণীকৃত লোন কমেছে ৪.২৩ শতাংশ। বর্তমানে ব্যাংকটিতে শ্রেণীকৃত লোন আছে ৯৮০০ কোটি টাকা যা ২০২০ সাল শেষে ছিল ১০৭৬৭ কোটি টাকা। 

ব্যাংকের সরবহরাহকৃত তথ্য অনুযায়ী, ২০২১ শেষে রেকর্ড ২ হাজার ২০৫  কোটি টাকা পরিচালন মুনাফা করেছে ব্যাংকটি। ২০২০ সাল শেষে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ২১৫৩ কোটি টাকা। 

এ বিষয়ে সোনালী ব্যাংকের সিইও এন্ড ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান বলেন, করোনার প্রাদুর্ভাব কাটিয়ে দেশের ব্যাংকিং খাত এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, করোনা না থাকলে বিগত বছর শেষেই শ্রেণীকৃত ঋণ আমরা সিঙ্গিল ডিজিটে নামিয়ে আনতে পারতাম। আগামী বছর এটা সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, সোনালী ব্যাংকের এই সাফল্যে প্রমাণ করে ব্যাংকে এখন সুশাসন নিশ্চিত হয়েছে। তবে মুনাফা নয় গ্রাহক সন্তুটিই আমাদের মূল লক্ষ্য। 

২০২১ সাল শেষে সোনালী ব্যাংকের মোট বিতরণকৃত ঋণ ও অগ্রীমের পরিমাণ দাড়িয়েছে ৬৯,৩১৭  কোটি টাকা যা ২০২০ সালে এর চেয়ে ১০৬৯৪ কোটি টাকা। বর্তমানে দেশের সবচেয়ে ডিপোজিট এখন সোনালী ব্যাংকের। গত বছরে মোট ৮৪২৮ কোটি টাকা ডিপোজিট বেড়েছে। বর্তমানে ব্যাংকটিতে মোট ডিপোজিট রয়েছে ১৩৪৩০৭। এই বিপুল ডিপোজিটকে ব্যবহার করতে পারলে ব্যাংকটি আগামী দিনগুলোতে সব সূচকে আরো ভাল করবে বলে মনে করেন ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। 

ইনভেস্টমেন্টও গত বছর শেষে দাঁড়িয়েছে ৭১৮৪৯ কোটি টাকা যা ২০২০ সালের চেয়ে ৪৮১২ কোটি টাকা বেশী। ব্যাংকের এই সার্বিক সাফল্য সম্পর্কে সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, করোনার এই প্রাদুর্ভাব কাটিয়ে ব্যাংকাররা সততা ও নিষ্ঠার সাথে ব্যাংকের জন্য কাজ করেছেন বলেই এই সময়ে প্রায় সব সূচকে সোনালী ব্যাংক ভাল করতে পেরেছে। জীবনের ঝুঁকি নিয়ে সরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অফিস করেছেন এই করোনার সময়ে। 

তিনি যোগ করেন, ২০২১ শেষে সোনালী ব্যাংকের রফতানির পরিমাণ ছিল ৩১৫৬ কোটি টাকা যা আগের বছরে ছিল ২৫১৭ কোটি টাকা। অর্থাৎ গত বছরে ব্যাংকের মোট রফতানি বেড়েছে ৬৩৯ কোটি টাকা। এছাড়া ২০২১ সালে ব্যাংকের মোট আমদানির পরিমাণ ছিল ৩০৮৭২ কোটি টাকা যা ২০২০ সাল থেকে ১৪৩০৬ কোটি টাকা বেশী। 

এছাড়া ব্যাংকের মোট লোকসানির শাখাও কমেছে ১৩টি। বর্তমানে লোকসানি শাখার সংখ্যা ২৯ থেকে নেমে ১৬টিতে এসেছে। সোনালী ব্যাংকের দেশের অভ্যন্তরে মোট ১২২৭টি শাখা আছে। এছাড়া দেশের বাইরে ভারতের কলকাতা ও শিলিগুড়িতে দুইটি শাখা আছে। এছাড়া আমেরিকায় সোনালী এক্রচেঞ্জ কো. ইনকরপোরেটেডও গত বছরে এক মিলিয়ন ডলার লাভ করেছে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com