বাংলা৭১নিউজ, ঢাকা : এবারের ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে সেঞ্চুরির খুব কাছে গিয়েও হতাশা নিয়ে ফিরেছিলেন তুষার ইমরান। খুলনার ব্যাটসম্যান বরিশালের বিপক্ষে আউট হয়েছিলেন ৯১ রান করে।
তবে লিগের চতুর্থ রাউন্ডে আর হতাশা সঙ্গী করেননি তুষার। বাংলাদেশের হয়ে পাঁচটি টেস্ট খেলা ৩৩ বছর বয়সি ব্যাটসম্যান আজ বরিশালের বিপক্ষেই তুলে নিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯তম সেঞ্চুরি।
আর এই সেঞ্চুরিতে দারুণ এক রেকর্ডও গড়েছেন তুষার। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড যে এখন এককভাবে তারই।
১৮টি সেঞ্চুরি নিয়ে এতদিন রেকর্ডটা মোহাম্মদ আশরাফুল ও অলোক কাপালির সঙ্গে ভাগাভাগি করছিলেন তুষার। এবার সেটি তিনি নিজের করে নিলেন।
বিকেএসপিতে প্রথম স্তরের এই ম্যাচে আজ দ্বিতীয় দিনে সেঞ্চুরি পেয়েছেন খুলনার আরেক ব্যাটসম্যান এনামুল হক বিজয়ও। ১০৪ রানে দুই ওপেনারকে হারানোর পরই জুটি বেঁধেছিলেন তুষার-এনামুল। প্রথম শ্রেণির ক্রিকেটে একাদশতম সেঞ্চুরি তুলে নিয়ে এনামুল ১৩৬ করে ফিরলে ভাঙে ২১৭ রানের বড় জুটি।
এনামুল ফিরলেও পরের ব্যাটসম্যানদের সঙ্গে জুটি বেঁধে সেঞ্চুরি তুলে নেন তুষার। ৮৪ বলে ফিফটি করা তুষার সেঞ্চুরি পূর্ণ করেন ১৭৯ বলে। ব্যক্তিগত ৯৯ থেকে তৌহিদুল ইসলামের বলে ২ রান নিয়ে ছুঁয়ে ফেলেন তিন অঙ্ক। সেঞ্চুরির পর অবশ্য ইনিংস আর বড় করতে পারেননি তুষার। মনির হোসেনের বলে বোল্ড হওয়ার আগে ১৯১ বলে ১২ চার ও এক ছক্কায় করেন ১০৮।
বাংলা৭১নিউজ/এন